অনলাইন ডেস্ক :
ল্যাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে বেশ খারাপ অবস্থায় রয়েছে উরুগুয়ে। আসন্ন কাতার বিশ্বকাপে তারা খেলতে পারবে কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। দলীয় ব্যর্থতার জন্য নিজেদের কোচ অস্কার তাবারেজকে বরখাস্ত করেছে উরুগুয়ে। তাবারেজ দীর্ঘ ১৫ বছর উরুগুয়ের কোচের দায়িত্ব পালন করেছেন। ল্যাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ৫টি ম্যাচে জয় পায়নি উরুগুয়ে। তারমধ্যে শেষ চার ম্যাচেই হেরেছে তারা। এই চার ম্যাচের মধ্যে দুটি ছিল আর্জেন্টিনার বিপক্ষে, একটি ব্রাজিলের বিপক্ষে এবং একটি বলিভিয়ার মত দলের বিপক্ষে। সব মিলিয়ে ১৪টি ম্যাচ খেলে এবারের বাছাই পর্বে উরুগুয়ে জিতেছে মাত্র ৪টি ম্যাচ, ড্র করেছে ৪টি, বাকি ৬টি হয়েছে হার। টানা ব্যর্থতায় তারা পয়েন্ট টেবিলে আছে সাত নম্বরে। ধারাবাহিক ব্যর্থতার জন্যই এবার চাকরি হারাতে হল তাবারেজকে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা