April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 15th, 2023, 8:59 pm

অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশের বড় হার

অনলাইন ডেস্ক :

সতীর্থের আসা-যাওয়ার মাঝে একাই ব্যাট হাতে লড়লেন নিগার সুলতানা। অধিনায়কের দারুণ ইনিংসের পরও অন্যান্যের ব্যর্থতায় সংগ্রহটা বড় হলো না। বাংলাদেশের সঙ্গী হলো আরেকটি বড় হার। উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ক্রিকেটীয় শক্তি-সামর্থ্য আর পারিপার্শ্বিক বাস্তবতায় দুই দলের যে ব্যবধান, সেটিই ফুটে উঠেছে মাঠে। গেবেখায় মঙ্গলবার এক নম্বর গ্রুপের ম্যাচে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে কেবল ১০৭ রান। দলের অর্ধেকের বেশি রান আসে নিগারের ব্যাট থেকে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিফটির কীর্তি গড়ে ৫০ বলে ৫৭ রান করেন তিনি। যেখানে ৭টি চারের পাশে ছক্কা একটি। জবাবে মেগ ল্যানিংয়ের অপরাজিত ৪৮ রানের সুবাদে ১০ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ২০ ওভারের বিশ্বকাপে এই নিয়ে টানা ১৪ ম্যাচ হারল বাংলাদেশ। চলতি আসরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের হার ছিল ৭ উইকেটে। টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। পয়েন্টে সহজ ক্যাচ দেন ডানহাতি ওপেনার। আরেক ওপেনার মুর্শিদা খাতুন বোল্ড হন একটু পরই। সোবহানা মোস্তারি ৭ রান করেন ১৭ বল খেলে। অষ্টম ওভারে ৪২ রানে ৩ উইকেট হারানোর পর স্বর্ণা আক্তারের সঙ্গে ৪৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন নিগার। দক্ষিণ আফ্রিকায় গত মাসে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড়ো ব্যাটিংয়ে নজর কাড়া স্বর্ণা জাতীয় দলে অভিষেকে ৫ রানের পর এ দিনও ভালো করতে পারেননি। তার ২৭ বলে ১২ রানের অস্বস্তিময় ইনিংস থামে বোল্ড হয়ে। ৪১ বলে ফিফটি করে এগিয়ে যাওয়া নিগার আউট হন শেষের আগের ওভারে ক্যাচ দিয়ে। ২০ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার জর্জিয়া ওয়েরহ্যাম। অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে শুরুটা ভালোই করে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করা পেসার মারুফা আক্তার তৃতীয় ওভারে বিদায় করে দেন বেথ মুনিকে। অন্য বোলাররা যদিও তেমন কিছু করে দেখাতে পারেননি। ৬০ বলে ৬৯ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন অ্যালিসা হিলি ও ল্যানিং। ওপেনার হিলি ৩৬ বলে ৩৭ রান করে বিদায় নিলেও অ্যাশলি গার্ডনারকে নিয়ে বাকিটা অনায়াসে সারেন ল্যানিং। অস্ট্রেলিয়ান অধিনায়কের ৪৯ বলে ৪৮ রানের ইনিংস গড়া ৪টি চারে। ২০ বলে ১৯ রান করেন গার্ডনার। নিজেদের পরের ম্যাচে আগামীকাল শুক্রবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১০৭/৭ (শামিমা ১, মুর্শিদা ৭, সোবহানা ৭, নিগার ৫৭, স্বর্ণা ১২, রুমানা ৪, রিতু ৩*, নাহিদা ৬, মারুফা ১*; শুট ৪-০-২১-১, ব্রাউন ৪-০-২৩-২, গার্ডনার ৪-০-১৭-১, কিং ৩-০-২১-০, পেরি ১-০-৪-০, ওয়েরহ্যাম ৪-০-২০-৩)
অস্ট্রেলিয়া নারী দল: ১৮.২ ওভারে ১১১/২ (হিলি ৩৭, মুনি ২, ল্যানিং ৪৮*, গার্ডনার ১৯*; মারুফা ৪-০-১৯-১, সালমা ২.২-০-১৯-০, নাহিদা ৪-০-৩২-০, ফাহিমা ২-০-১১-০, রিতু ২-০-৯-০)
ফল: অস্ট্রেলিয়া নারী দল ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: জর্জিয়া ওয়েরহ্যাম