অনলাইন ডেস্ক :
মার্চে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। কিন্তু সিরিজটি বাতিল করে দিয়েছে অজিরা। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া)। কিছুদিন আগে নারীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞায় আরোপ করে আফগানিস্তানের তালেবান সরকার। এই সিদ্ধান্তটি পছন্দ হয়নি অস্ট্রেলিয়া সরকারের। তাই ওয়ানডের সুপার লিগের সিরিজ সত্ত্বেও আফগানদের বিপক্ষে খেলতে অপারগতা জানিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া সরকারসহ স্টেক হোল্ডারদের সঙ্গে বিস্তৃত আলোচনার পর মার্চে আরব আমিরাতে অনুষ্ঠেয় সুপার লিগের অংশ আফগানিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি নারী ও মেয়েদের শিক্ষা এবং কর্মসংস্থানের পাশাপাশি পার্ক ও জিমে যেতে তালেবানরা নিষিদ্ধ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তানসহ পুরো বিশ্বে পুরুষ ও নারী ক্রিকেটারদের প্রসারে সাহায্য করতে বদ্ধপরিকর। নারীদের অবস্থার উন্নয়নে আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। এই বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের সাহায্যের জন্য তাদের ধন্যবাদ।’ এদিকে সিরিজটি না হওয়ায় সুপার লিগে পূর্ণ ৩০ পয়েন্ট পাবে রশিদ খানরা। দুই দলই ওয়ানডে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে রেখেছে। তাই সিরিজটি না খেলায় কোনো ক্ষতির মুখে পড়েনি অস্ট্রেলিয়া।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা