April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 13th, 2023, 8:23 pm

অস্ট্রেলিয়ায় আঘাত হানতে যাচ্ছে ‘ইলসা’

অনলাইন ডেস্ক :

একটি বড় ঝড় সামলাতে প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল। ঝড়টি ঘণ্টায় ২৭৫ কি.মি বেগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ইলসা ব্রুম শহরের প্রায় ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) পশ্চিমে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়কে কেন্দ্র করে ইতোমধ্যে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য ও জ¦ালানি। স্থানীয়দের পর্যাপ্ত খাবার পানি মজুত করার পরামর্শ দিয়েছে সরকার। কর্তৃপক্ষ বলছে, চার ক্যাটাগরির ঝড়টি অন্তত ১০ বছরের মধ্যে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী হতে পারে। পরিস্থিতি বিবেচনায় পোর্ট হেডল্যান্ডসহ বেশ কয়েকটি প্রত্যন্ত শহরের জারি হয়েছে হলুদ সতর্কতা। এই সতর্কতা দুর্যোগকালীন সময়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেয়। পোর্ট হেডল্যান্ডের মেয়র পিটার কার্টার বলেন, ‘শহরে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে’। কার্টার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, ‘সবাই বিপদে আছে। সবাই শঙ্কায় আছে আছে।’ ফায়ার সার্ভিস জানায়, বিদ্যাডাঙ্গায় অন্তত ৭০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেটিওরোলজি (বিওএম) অনুসারে, ঝড়টি স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঘন্টায় ২৭৫ কি.মি বেগে বয়ে যেতে পারে। সূত্র: রয়টার্স