অনলাইন ডেস্ক :
আগামীকাল শুক্রবার থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আসরের পর্দা ওঠার আগের দিন অস্ট্রেলিয়া দলে হানা দিয়েছে করোনাভাইরাস। কভিডে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলেইঘ গার্ডনার। ফলে ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না ২০২১ সালের বর্ষসেরা অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ক্রাইস্টচার্চে করা অ্যান্টিজেন টেস্টে গার্ডনারের করোনা পজিটিভ আসে এবং পরে পিসিআর টেস্টেও একই ফল হয়। আইসিসি ও নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী, গার্ডনার ক্রাইস্টচার্চে ১০ দিনের আইসোলেশনে থাকবেন। ৫ মার্চ হ্যামিল্টনে ইংল্যান্ড ও ৮ মার্চ মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে অস্ট্রেলিয়াকে। আগামী ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে অজি দলে দেখা যেতে পারে গার্ডনারকে। এদিকে, আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এই আসরে কোনো দলে করোনা হানা দিলে ৯ জন খেলোয়াড় নিয়েও মাঠে নামতে পারবে তারা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা