অনলাইন ডেস্ক :
প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য নিজের সঙ্গে অস্ত্র রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। অবশেষে সেই অনুমতি পেলেন তিনি। সালমানের সঙ্গে কয়েকজন দেহরক্ষী সবসময়েই থাকেন। তবুও বাড়তি নিরাপত্তার জন্য অস্ত্র রাখার লাইসেন্সের আবেদন করেছিলেন অভিনেতা। গত ২২ জুলাই সালমান খান মুম্বাই পুলিশের হেড কোয়াটারে গিয়ে এই আবেদন করেছেন সালমান। রোববার লাইসেন্স দেয়া হয় অভিনেতাকে। গত ২৯ মে পাঞ্জাবের মানসার কাছে গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করার কয়েকদিন পর জুন মাসে সালমান এবং তার বাবা সেলিম খান প্রাণনাশের হুমকি পান। এই ঘটনার নেপথ্যে গায়ক সিধু মুসে ওয়ালার খুনের মামলার অন্যতম চক্রী লরেন্স বিষ্ণোই। হুমকির পরই বাড়িয়ে দেওয়া হয় সালমানের নিরাপত্তা। শুধু সালমান নয়, তার আইনজীবী হস্তি মল সারস্বতকেও প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ