অনলাইন ডেক্স :
পৃথিবীর দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা থেকে ভেঙে পড়েছে ১৭০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি বরফখণ্ড। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। খবর সিএনএনের।
এক প্রতিবেদনে সিএনএন জানায়, এ বরফখণ্ডটি এখন আনুষ্ঠানিকভাবে এ-৭৬ নামে পরিচিত। এটি নিউইয়র্কের ম্যানহাটন এলাকার প্রায় ৮০ গুণ বড়।
আরো জানা যায়, বরফখণ্ডটি অ্যান্টার্কটিকার রনে আইস সেলফ থেকে ভেঙে ওয়েড্ডেল সাগরে পড়েছে। এটি লম্বায় প্রায় ১৭০ কিলোমিটার এবং ২৫ কিলোমিটার প্রস্থবিশিষ্ট। যা স্প্যানিশ আইল্যান্ড অব ম্যাজরকার চেয়ে সামান্য বড়।
খবরে বলা হয়েছে, বরফখণ্ড ভেঙে পড়ার বিষয়টি স্বাভাবিক চক্রের অংশ। তবে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে খুবই উদ্বিগ্ন।
তারা আশঙ্কা করছেন, এ অঞ্চলে তাপমাত্রা খুব দ্রুতই বাড়ছে। আর এর ফলে ধারণার চেয়ে বেশি দ্রুত গতিতে গলছে বরফ।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২