অনলাইন ডেস্ক :
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজকে ঘিরে শঙ্কা ছিল সরাসরি খেলা দেখানো নিয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশের দুটি টিভি চ্যানেল জি টিভি ও টি-স্পোর্টস খেলা দেখাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অনলাইন প্লাটফর্ম ‘অ্যামাজন প্রাইম’ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখাবে বলেও জানিয়েছে। অ্যামাজন প্রাইমের ভারতের কান্ট্রি হেড গৌরব গান্ধি জানিয়েছেন, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিয়েই অ্যামাজন প্রাইম সরাসরি খেলা দেখানো শুরু করতে যাচ্ছে। ‘ক্রিকেট শুধু ভারতেই না, সমান ভাবে জনপ্রিয় ভারতেও। আমরা আমাদের গ্রাহকদের সব রকম সুবিধা দিতে চাই। আসন্ন নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্ট সিরিজ দিয়ে সরাসরি খেলা দেখানো শুরু করতে যাচ্ছে অ্যামাজন প্রাইম। এ নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। আগামী বছর আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচসহ বেশ কিছু সিরিজ সরাসরি দেখাতে পারব বলে আশাবাদী।’ আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা