September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 8th, 2024, 4:47 pm

আইনশৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দেওয়া হবে: অধ্যাপক ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে দেশে ফিরে নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, ‘নৈরাজ্য ও বিশৃঙ্খলা সবচেয়ে বড় শত্রু।’

এদিন স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-৫৮২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

এছাড়াও অধ্যাপক ড. আসিফ নজরুল, ছাত্র প্রতিনিধিরা এবং ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদও বিমানবন্দরে ছিলেন।

ড. ইউনূস প্যারিসে অলিম্পিকের আয়োজনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েনের মধ্যে থাকা বাংলাদেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনার পতনের পর সামরিক কর্মকর্তা, নাগরিক সমাজের নেতা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে আলোচনার পর ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ও অন্যান্য অংশীদারদের শান্ত থাকার আহ্বান জানান ড. ইউনূস।

—-ইউএনবি