অনলাইন ডেস্ক :
প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে আইপিএল ছেড়ে উড়ে গিয়েছিলেন দেশে। যাওয়ার সময়ই ফিরে আসার ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন শিমরন হেটমায়ার। দারুণ ছন্দে থাকা এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান কথা অনুযায়ী ফের যোগ দিচ্ছেন রাজস্থান রয়্যালসের সঙ্গে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগামী শুক্রবার প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে রাজস্থান। এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন ২৫ বছর বয়সী হেটমায়ার। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের সোমবারের প্রতিবেদনে লিখেছে, ভারতে ফিরে আইপিএল প্রোটোকল অনুযায়ী হেটমায়ার এখন কোয়ারেন্টিনে আছেন। চেন্নাই ম্যাচের আগেই যোগ দেবেন অনুশীলনে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে রোববার রাতে ২৪ রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে রাজস্থান। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলের দ্বিতীয় স্থানে দলটি। গত ৮ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬ বলে ৩১ রানে অপরাজিত ইনিংসে দলকে জয় উপহার দেওয়ার পরই গায়ানার উদ্দেশে যাত্রা করেন হেটমায়ার। কয়েক দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যারিবিয়ান তারকা ছেলের বাবা হওয়ার খবর জানান। আইপিএল ছেড়ে যাওয়ার আগে ধারাবাহিক পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন হেটমায়ার। ১১ ইনিংসে রান করেন ২৯১। ৭টিতেই অপরাজিত থাকায় গড় ৭২.২৫। স্ট্রাইক রেট ১৬৬.২৮। শেষের ওভারগুলোয় (১৭-২০) তার ২১৪.২৮ স্ট্রাইক রেট বলে দিচ্ছে তার কার্যকারিতা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা