অনলাইন ডেস্ক :
দশ দল নিয়ে আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর। তবে, এ আসরে দল বাড়লেও বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। আইপিএলের ১৫তম আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। দুই কোটি ভিত্তিমূল্য দিয়ে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু, লম্বা সময় ধরে আইপিএল খেলা সাকিব আল হাসান এবার দলই পাননি। নিলামে দুবার নাম উঠলেও অবিক্রীত থেকেছেন তিনি। তাই, শুধু মুস্তাফিজের দিল্লির ম্যাচ নিয়েই বাড়তি আগ্রহ থাকবে বাংলাদেশি ভক্তদের। আসন্ন আইপিএলের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। অবশ্য শুধু প্রথম পর্বের সূচি জানিয়েছে বিসিসিআই। প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে, টুর্নামেন্টের ফাইনাল গড়াবে আগামী ২৯ মে। প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়বে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইটরাইডার্স। মুস্তাফিজের দিল্লির প্রথম ম্যাচ ২৭ মার্চ। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আইপিএলের আগে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন মুস্তাফিজ। সেখানে খেলবেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শেষ হবে ২৩ মার্চ। সিরিজ শেষ করেই আইপিএলে যোগ দেবেন কাটার মাস্টার। এক নজরে দেখে নিন মুস্তাফিজের দিল্লির ম্যাচের সময়সূচি :
২৭ মার্চ, প্রতিপক্ষ মুম্বাই, বিকেল ৪টা
০২ এপ্রিল, প্রতিপক্ষ গুজরাট, রাত ৮টা
০৭ এপ্রিল, প্রতিপক্ষ লক্ষ্ণৌ, রাত ৮টা
১০ এপ্রিল, প্রতিপক্ষ কলকাতা, বিকেল ৪টা
১৬ এপ্রিল, প্রতিপক্ষ বেঙ্গালুরু, রাত ৮টা
২০ এপ্রিল, প্রতিপক্ষ পাঞ্জাব, রাত ৮টা
২২ এপ্রিল, প্রতিপক্ষ রাজস্থান, রাত ৮টা
২৮ এপ্রিল, প্রতিপক্ষ কলকাতা, রাত ৮টা
০১ মে, প্রতিপক্ষ লক্ষ্ণৌ, বিকেল ৪টা
৫ মে, প্রতিপক্ষ হায়দরাবাদ, রাত ৮টা
৮ মে, প্রতিপক্ষ চেন্নাই, রাত ৮টা
১১ মে, প্রতিপক্ষ রাজস্থান, রাত ৮টা
১৬ মে, প্রতিপক্ষ পাঞ্জাব, রাত ৮টা
২১ মে, প্রতিপক্ষ মুম্বাই, রাত ৮টা
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা