অনলাইন ডেস্ক :
অভিষেক শর্মা ও দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪০তম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদ ৯ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। অষ্টম ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে উঠেছে হায়দারাবাদ। সমানসংখ্যক ম্যাচে ষষ্ঠ হারে ৪ পয়েন্টে টেবিলের তলানিতে দিল্লি। এ ম্যাচেও দিল্লির হয়ে খেলার খেলার সুযোগ পাননি বাংলদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
গতরাতে দিল্লির মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে রানের চাকা ঘুড়তে থাকে হায়দারাবাদের। ১২টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৬৭ রান করে আউট হন অভিষেক। পরের দিকে ক্লাসেনের ২টি চার ও ৪টি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৫৩ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রানের বড় সংগ্রহ পায় হায়দারাবাদ।
দিল্লির অস্ট্রেলিয়ান মিচেল মার্শ ৪টি উইকেট নেন। জবাবে ইনিংসের দ্বিতীয় বলে অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে হারায় দিল্লি। দ্বিতীয় উইকেটে ৬৬ বলে ১১২ রান তুলে দিল্লিকে জয়ের পথেই রাখেন ইংল্যান্ডের ফিল সল্ট ও মার্শ। হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়া সল্ট-মার্শের বিদায়ের পর দিল্লির পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিতে ব্যর্থ হয়। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করে ম্যাচ হারে দিল্লি। ৯টি চারে ৩৫ বলে ৫৯ রান করেন সল্ট। ১টি চার ও ৬টি ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন মার্শ।
দল হারলেও অলরাউন্ড নৈপুন্যে ম্যাচ সেরা হন দিল্লির মার্শ। দিনের আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ৭ উইকেটে হারিয়েছে কোলকাতা নাইট রাইডার্সকে। এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গুজরাট। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে কোলকাতা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা