অনলাইন ডেস্ক :
সবকিছু ঠিকঠাক ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার পর আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু সবাইকে অবাক করে আইপিএল থেকে নাম কেটে দেন সাকিব। জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা, পারিবারিক- এমন নানা কারণ শোনা যাচ্ছিল। শুক্রবার আইরিশদের টেস্টে ৭ উইকেটে হারানোর পর বাঁহাতি অলরাউন্ডার আইপিএল খেলতে না যাওয়ার প্রকৃত কারণ জানালেন। বাংলাদেশের তিন ক্রিকেটার আইপিএলে সুযোগ পেয়েছিল। কিন্তু পুরো আসরের জন্য কোনো ক্রিকেটারদেরই এনওসি বা অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। মোস্তাফিজুর রহমানকে কিছুটা আগে ছাড়লেও লিটন ও সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ শেষে। কিন্তু সাকিব চেয়েছিলেন পুরো আসরটিই খেলতে। এজন্য অনাপত্তিপত্র চেয়ে চিঠিও দিয়েছিলেন, সেটা না পেয়ে কলকাতার ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে নিজের নাম প্রত্যাহার করে নেন সাকিব। কারণ পারিবারিক জরুরি প্রয়োজন। ৭ উইকেটে আয়ারল্যান্ডকে হারানোর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন সাকিব। আইপিএল খেলতে না পারায় মন খারাপ কি না প্রশ্নে সাকিবের ঝটপট উত্তর, ‘না। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল, যেহেতু এই বছর বিশ্বকাপ। কিন্তু যেহেতু পারিবারিক জরুরি প্রয়োজন, এই তোৃ।’ আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত অন্য কারও চাপিয়ে দেওয়া নয় বললেন সাকিব, আবারও সেই একই কারণ দেখালেন, ‘পারিবারিক।’ একই কারণে মোহামেডানের জার্সিতেও সাকিবের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত ঢাকা প্রিমিয়ার লিগে আন্তর্জাতিক ব্যস্ততা কাটিয়ে যখন সময় পেয়েছিলেন, তখন মোহামেডান সুপার লিগ থেকে ছিটকে গিয়েছিল। ফলে গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলার সুযোগ পাননি। এই মৌসুমে ইতোমধ্যে একটি ম্যাচ খেলেছেন। আইপিএলে না যাওয়ার কারণে আশা করা হচ্ছিল ঐতিহ্যবাহী ক্লাবটিতে সাকিবকে দেখা যাবে। কিন্তু নতুন করে সাকিবের কথায় শঙ্কা তৈরি হয়েছে, ‘সেটা সময়ই বলে দেবে, দেখি।’ শনিবার সিটি ক্লাবের বিপক্ষে অষ্টম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান। এই ম্যাচটি খেলেই হয়তো সাকিব ব্যস্ত হয়ে পড়বেন পারিবারিক প্রয়োজন মেটাতে। শেষ পর্যন্ত তিনি আবার কবে মাঠে ফেরেন সেটাই দেখার অপেক্ষা। আগামী মে মাসের আগে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই বাংলাদেশের।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা