April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 1st, 2022, 7:35 pm

আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন রয়

অনলাইন ডেস্ক :

দল পাওয়ার পর আইপিএল থেকে আরও একবার নাম প্রত্যাহার করে নিলেন জেসন রয়। পরিবারকে সময় দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবশেষ নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে রয়কে দলে নেয় গুজরাট টাইটান্স। কিন্তু গত সপ্তাহেই গুজরাটকে তিনি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন বলে ক্রিকইনফোর খবর। এখনও তার বদলি হিসেবে কারো নাম চূড়ান্ত করেনি নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা রয়কে ২০২০ সালের নিলামে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। সেবারও ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে দল পেয়েছিলেন ইংলিশ ওপেনার। কিন্তু পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরিয়ে নেন নিজেকে। চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া আইপিএলে না খেলার সিদ্ধান্ত মঙ্গলবার ইনস্টাগ্রামে জানান তিনি তিনি। “গত তিন বছর ধরে বিশ্বে যা কিছু ঘটছে, সেসব আমার ওপর প্রভাব ফেলছে। আমার মনে হয়, পরিবারের সাথে কিছু ভালো সময় কাটানোই ঠিক হবে। একই সঙ্গে ব্যস্ত একটি বছরকে সামনে রেখে আগামী কয়েক মাস নিজেকে নিয়ে এবং নিজের খেলা নিয়ে কাজ করব।” সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে খেলেছেন রয়। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টটিও আয়োজিত হয় জৈব-সুরক্ষা বলয়ে। যেখানে তিনি ৬ ম্যাচ খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৭০.২২ স্ট্রাইক রেট, ৫০.৫০ গড়ে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে রান করেন ৩০৩। আইপিএল খেললে রয়কে দুই মাসের মতো থাকতে হতো জৈব-সুরক্ষা বলয়ে, পরিবার থেকে দূরে। গত মাসেই তার পরিবারে দ্বিতীয় সন্তান এসেছে। সব মিলিয়েই রয় আইপিএল না খেলার সিদ্ধান্তটি নিলেন। ২০১৭ সালে গুজরাট লায়ন্সের হয়ে আইপিএল অভিষেকের পর প্রতিযোগিতাটিতে কেবল ১৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রয়। ২৯.৯১ গড়ে রান করেছেন ৩২৯।