December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 8th, 2024, 7:48 pm

আইভরি কোস্টে বাস ও ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৩, আহত ৪৬

সিনহুয়া, আইভরি কোস্ট :

আইভরি কোস্টের উত্তরাঞ্চলে কাতিওলা-নিয়াকারা মহাসড়কে একটি আন্তঃনগর বাসের সঙ্গে একটি জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে।

শুক্রবার রাতে নিয়াকারা শহর থেকে ৩৬ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনাটি ঘটে।

জ্বালানি ট্যাংকার ও বাসটির মধ্যে সংঘর্ষের ফলে আগুন ধরে যায়। পরে স্থানীয় দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনে।

উদ্ধারকারী দল আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

আইভরি কোস্টের জাতীয় সড়ক নিরাপত্তা অফিস জানায়, দেশটিতে প্রতি বছর প্রায় ৬ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। যাতে প্রায় ৬০০ জনের মৃত্যু হয় এবং ১৩ হাজারেরও বেশি আহত হয়।