March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 17th, 2021, 8:32 pm

আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক :

ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের স্থলে সৌরভকে নিয়োগ দেয়া হয়েছে। অনিল কুম্বলে এই পদে পৃথক তিন মেয়াদে ৯ বছর দায়িত্ব পালন করেন।
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এক বিবৃতিতে বলেন, ‘সৌরভকে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানাতে পেরে আমি অনেক আনন্দিত। বিশ্বের একজন সেরা খেলোয়াড় ও পরবর্তীতে প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতা ক্রিকেট সম্পর্কে আমাদের সিদ্ধান্তকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।’
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভকে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। ৪৯ বছর বয়সী সৌরভ ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে এরপরও কয়েক বছর তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন।
তিনি টেস্ট ও ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে সাড়ে ১৮ হাজারের বেশি রান করেছেন। ২০১৯ সালে সৌরভ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর প্রেসিডেন্ট নির্বাচিত হন।