আবুধাবিতে রবিবার ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২২ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাছাইপর্বের ফাইনালে উঠে আগামী বছর বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। পরবর্তী আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ফারজানা হকের ৫৫ বলে ৬১ রানের উপর ভর করে ২০ ওভারে আট উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। এছাড়া রুমানা আহমেদ করেন ২১ রান।
লরা ডেলানি আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন কারা মারে ও আর্লেন কেলি।
জবাবে আয়ারল্যান্ড ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয়। নয় নম্বরে ব্যাট করতে নেমে আর্লেন কেলি করেন ২৮ রান।
বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া দুটি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার ও সোহেলী আক্তার।
গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান