অনলাইন ডেস্ক :
আইসিসি আনুষ্ঠানিকভাবে আজ (১৭ই আগস্ট) ঘোষণা দিয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হবে ১৬ দলের এই বিশ্বকাপ। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নক-আউটের আগে দুটি রাউন্ডে খেলা হবে। প্রথম রাউন্ডে ৮ দল খেলবে ১২টি ম্যাচ। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউগিনি – এই আট দল থেকে ৪টি দল যাবে পরের রাউন্ড সুপার টুয়েলভে।
প্রথম রাউন্ডে বাংলাদেশের ম্যাচের সূচিঃ
১৭ অক্টোবর, প্রতিপক্ষ স্কটল্যান্ড (বাংলাদেশ সময় রাত ৮টায়)
১৯ অক্টোবর, প্রতিপক্ষ ওমান (বাংলাদেশ সময় রাত ৮টায়)
২১ অক্টোবর, প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি (বাংলাদেশ সময় বিকাল ৪টায়)
র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৮টি দল সরাসরিই খেলবে সুপার টুয়েলভ-এ, বাছাইপর্ব পেরিয়ে আসা চার দল ‘সুপার টুয়েলভ’-এ এই ৮ দলের সঙ্গী হবে।
সুপার টুয়েলভ-এ ম্যাচ হবে ৩০টি। এখানে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হবে, ছয়টি করে দল থাকবে এক গ্রুপে। দুবাই, আবুধাবি ও শারজা তিন ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। এই রাউন্ড শেষে বাকি থাকবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটি।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান