May 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 4th, 2024, 8:08 pm

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

ছবি: মঈন আহমেদ

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

সকালে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলিগ জামাতের নেতা ও ঢাকার কাকরাইল জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা হাফেজ জোবায়ের আহমেদ।

লাখ লাখ মুসল্লি মহান আল্লাহর কাছে দু’হাত তুলে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য রহমত কামনা করেন। তারা দেশের মঙ্গলও কামনা করে দোয়া করেন।

এর আগে ফজরের নামাজের পর পাকিস্তানি মাওলানা জিয়াউল হক আম বয়ান করেন, যা বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা নুরুল রহমান।

আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী-কামারপাড়া সড়ক, টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া বাইপাস পর্যন্ত শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, পরিস্থিতির ওপর নির্ভর করে দুপুর ২টায় নিষেধাজ্ঞা শেষ হতে পারে বা সময় বাড়ানো হতে পারে।

—–ইউএনবি