অনলাইন ডেস্ক :
প্রশ্নাতীতভাবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণের মূল অস্ত্র তাসকিন আহমেদ। কিন্তু ইনজুরি তার সাফল্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরের শেষ দিকে ছিটকে যাওয়া এই পেসারের শ্রীলঙ্কার বিপক্ষেও খেলা হচ্ছে না। পুরোপুরি সুস্থ হতে প্রয়োজন পড়তে পারে অস্ত্রোপচার। যদিও সব কিছু নির্ভর করছে ডাক্তার কী বলেন তার ওপর। সেই চিকিৎসার লক্ষ্যে আগামীকাল শনিবার ইংল্যান্ডে যাচ্ছেন তাসকিন। মুঠোফোনে তাসকিনবলেছেন, ‘ইনজুরির অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। আগামীকাল ইংল্যান্ড যাবো ইনশাআল্লাহ। ১০ তারিখ ডাক্তারের অ্যাপয়েনমেন্ট। যতটুকু জানি, সার্জারি লাগবে না। কিন্তু ইনজেকশন লাগতে পারে। দেখার পর ডাক্তার কী বলেন, তার ওপর নির্ভর করবে কবে নাগাদ খেলায় ফিরতে পারবো।’ কাঁধের ইনজুরি তাসকিনের জন্য পুরনো সমস্যা। সেই সমস্যাই নতুন করে দেখা দিয়েছে। সে জন্য কিছুটা আক্ষেপ কাজ করছে তার, ‘কাঁধে মাঝে মধ্যে ব্যথা করতো। তবে বোলিং থামিয়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। এই প্রথম খেলতে পারলাম না।’ কাঁধের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করেছিলেন তাসকিন। অথচ ব্যথা থাকায় দ্বিতীয় ইনিংসে বল করার কথাই ছিল না। একপর্যায়ে ডান কাঁধে অস্বস্তিবোধ করায় মাঠ থেকে উঠে গেলেও পরে ওই অবস্থাতেই বোলিং করতে দেখা গেছে তাকে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা