রাজধানীর বনানী এলাকায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ইলমা চৌধুরী মেঘলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
গ্রেপ্তার ইফতেখার আবেদিনকে (৩৬) প্রথমে আটক এবং পরবর্তীতে ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করলে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে মেঘলার মামা ইকবাল হোসেন বলেন, ‘আজ বিকালে (মঙ্গলবার) মেঘলার স্বামী ফোন করে জানায় সে অসুস্থ এবং তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা হাসপাতালে গিয়ে দেখি মেঘলা মারা গেছে।
মেঘলাকে হাসপাতালে দেখে তার বন্ধু মোমো বলেন, ‘আমরা তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখেছি, আমাদের ধারণা এটি একটি হত্যাকাণ্ড।’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম ইউএনবিকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সাইফুল ইসলাম ইলমার স্বামী ইফতেখার এবং তার মা-বাবাকে আসামি করে রাতেই বনানী থানায় একটি মামলা দায়ের করেন।
স্বামী ইফতেখারকে ঘটনার পরপরই পুলিশ আটক করে পরবর্তীতে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অপর দুই আসামি শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে।
ওসি বলেন, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জের ধরে কিছু একটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মেডিকেল প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটা হত্যা নাকি অসুস্থ হয়ে মৃত্যু তা বলা যাচ্ছে না।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম