November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 2nd, 2021, 7:03 pm

আগামী বছরের মাঝামাঝি হতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি সময়ে হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘এ বছর যেমন নভেম্বর-ডিসেম্বরে এই দুই পরীক্ষা নিতে হচ্ছে, আমরা যেভাবে করোনার সংক্রমণ মোকাবিলা করতে পেরেছি, তাতে আগামী বছরের পরীক্ষা এত দেরি হবে না। তার আগেই নিতে পারবো। তবে বছরের প্রথম ভাগে হয়তো পরীক্ষা হবে না, মাঝামাঝিতে হতে পারে।’

বৃহস্পতিবার সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যে ব্যবস্থা নেয়া হচ্ছে, তাতে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই।’

তিনি বলেন, ‘যারাই গুজব ছড়ানো জন্য কিংবা প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিকতার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকবে, ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সে পরীক্ষার্থী হোক বা অন্য যে কেউ হোক।

দীপু মনি বলেন, ‘আমরা আশা করি এবং প্রার্থনা করি আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় এমন পরিস্থিতি যেন না হয়। কিন্তু যদি তেমন পরিস্থিতি হয়, পরিস্থিতির কারণে যদি প্রয়োজন হয়, অবশ্যই আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো সিদ্ধান্ত আমরা নিবো।’

—-ইউএনবি