November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 1st, 2021, 7:43 pm

আগামী সপ্তাহে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে পারবেন প্রবাসীরা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আগামী সপ্তাহের রোব কিংবা সোমবারের মধ্যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ফাইজারের টিকা নিতে পারবেন প্রবাসীরা। সৌদি ও কুয়েতফেরত প্রবাসীরা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কারণ এ দুটি দেশের কর্মীরা এক ডোজ ফাইজারের টিকা নিয়ে সেদেশে গেলে আরেক ডোজ সেখান থেকে নিতে পারবেন। অন্যথায় কোয়ারেন্টাইনে থাকার জন্য ৭০/৮০ হাজার টাকা গুনতে হবে। তবে ফাইজারের টিকা পাওয়ার জন্য সকল প্রবাসীকে অবশ্যই জনশক্তি উন্নয়ন ব্যুরোতে নাম তালিকাভুক্ত করতে হবে। তিনি বলেন, প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। এ ক্ষেত্রে তিনি প্রবাসীদের ধৈর্য ধরতে আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ফাইজারের টিকাদান কার্যক্রম পরিদর্শনে গিয়ে বিক্ষোভরত প্রবাসীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। আজ ১ জুলাই থেকে রাজধানীর ৭টি হাসপাতালে ফাইজারের বায়োএনটেকের টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রবাসীকর্মীরা সকাল থেকে কুর্মিটোলাসহ ৭ হাসপাতালে ভিড় করেন। এ ক্ষেত্রে অধিকাংশেরই রেজিস্ট্রেশন না থাকায় টিকা দিতে না পেরে হাসপাতাল পরিদর্শনে আসা প্রবাসীকল্যাণ মন্ত্রীকে দেখে বিক্ষোভ শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য অ্যাপ তৈরি হচ্ছে। জনশক্তি উন্নয়ন ব্যুরোতে নাম তালিকাভুক্ত করে আগামী সপ্তাহে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন বলে আশ্বস্ত করেন।