November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 12th, 2021, 7:48 pm

আগের মতোই আছে সেই দ্রাবিড়: গাঙ্গুলী

অনলাইন ডেস্ক :

ভারতের ক্রিকেটে যেন আবারও এক হতে যাচ্ছেন কিংবদন্তিরা। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গাঙ্গুলী। জাতীয় দলের কোচের পদে নিযুক্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। আবার জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানের পদে ভিভিএস লক্ষণ। প্রত্যেকের নামই ক্রিকেট ইতিহাসে স্থায়ীভাবে লেখা হয়ে গেছে। একসময়ের সতীর্থ রাহুল দ্রাবিড় সম্পর্কে বলতে গিয়ে সৌরভ বললেন, ‘দ্য ওয়াল’ সেই আগের মতোই আছেন। খেলোয়াড়ী জীবনে ড্রেসিংরুমে যেমন গোছানো ছিলেন, কোচ হয়েও সেটা বদলায়নি। অসম্ভব ঠান্ডা মাথার এবং নম্র-ভদ্র রাহুল দ্রাবিড়কে নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। যেমন- নিজের সকল কাজ তিনি নিজেই করতেন। কোনো সফরে যাওয়ার আগে মোটামুটি সবকিছু তার স্ত্রীই গুছিয়ে দিতেন। তবে কিটব্যাগটা দ্রাবিড় গোছাতেন নিজেই। ড্রেসিংরুমে তার ব্যাট, প্যাড এমভাবে গোছানো থাকত, সেটি দেখেই সতীর্থরা নাকি বুঝে যেতেন সেসবের মালিক কে। সেই দ্রাবিড় এখনও একইরকম আছেন। ঠিক একইরকম গোছানো। নিউজ-১৮কে দেওয়া সাক্ষাতকারে কিছুদিন আগেই সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টের একটি ঘটনা উল্লেখ করে সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘শুনলাম কানপুরে দিনের অনুশীলন শেষে সে নাকি অনুশীলন সামগ্রী, স্টাম্প আর বল কুড়িয়ে নিজেই ড্রেসিংরুমে নিয়ে গেছে। নিশ্চয়ই ক্যামেরাম্যান আর ফটোগ্রাফারদের জন্য রাহুল দ্রাবিড়কে এসব করতে দেখাটা দারুণ এক দৃশ্য ছিল! আমাদের খুবই ভালো একজন কোচ আছেন, নতুন অধিনায়কও দলের দায়িত্ব নেওয়ার যোগ্য। ফলে, আমরা তাদের শুভকামনা জানাই।’