অনলাইন ডেস্ক :
ইউক্রেনে চলমান হামলার মধ্যেই রাশিয়া আজভ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে। রাশিয়ার সামুদ্রিক ও নৌ-চলাচল বিষয়ক রাষ্ট্রীয় সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আজভ সাগরে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই বন্দর রয়েছে। এর মধ্যে ইউক্রেনের মারিয়োপল সমুদ্রবন্দর অন্যতম। তবে কের্চ স্ট্রেইটে সমুদ্রের প্রবেশমুখ নিয়ন্ত্রণ করছে রাশিয়া। এদিকে মারিয়োপলে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে তিন দিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ সেনারা। ইউক্রেনের রাজধানী কিয়েভেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের কর্মকর্তারা আরো জানান, ওডেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে হওয়া হামলায় ছয়জন মারা গেছেন। সাতজন আহত হয়েছেন। এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেন। এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, ক্রামাতোরস্কসহ বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কিয়েভে বিমানবন্দর, সামরিক সদর দফতর ও সামরিক কমান্ড দপ্তর লক্ষ্য করে ‘ক্রুজ মিসাইল’ হামলা চালানো হয়েছিল বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের দুটি উপকূলীয় শহর ওডেসা ও মারিয়োপল-এ রুশ সেনারা অবতরণ করেছেন বলে ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সেনা স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর ওপর ‘হাই প্রেসিশন ওয়েপন বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম অস্ত্র’ দিয়ে হামলা চালিয়েছে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু