November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 23rd, 2022, 8:19 pm

আজিমপুর কবরস্থানে সমাহিত কাওসার আহমেদ চৌধুরী

দেশবরেণ্য গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ধানমন্ডি তাকওয়া মসজিদে সকাল ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে রাজধানীর গ্রিন রোডের একটি ক্লিনিকে মারা যান কাওসার আহমেদ চৌধুরী।

কিডনি, প্রেশার ও স্নায়ুজনিত জটিলতায় অনেকদিন ভুগছিলেন কাওসার আহমেদ চৌধুরী। অবস্থার অবনতি হওয়া গত ৯ ফেব্রুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। কিন্ত সেখান থেকে একদিন পর ধানমন্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয় গীতিকারকে। পরবর্তীতে করোনায় আক্রান্ত হন এবং অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

দীর্ঘদিন ধরে দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘আপনার রাশি’ নামে রাশিফল গণনার মধ্য দিয়ে কাওসার আহমেদ চৌধুরী পাঠকদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।

এছাড়া তিনি এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের জন্য বেশ কয়েকটি বিখ্যাত গানের কথা লিখেছেন।

‘কবিতা পড়ার প্রহর’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘রূপালী গিটার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ প্রভৃতি তার জনপ্রিয় কিছু গান।

—ইউএনবি