রাজধানীর ডেমরা আদর্শবাগ প্রধান সড়কে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
রবিবার ১৮ ডিসেম্বর সকাল ১১:৩০ টার সময় কোনাপাড়া প্রধান সড়ক পাড়াডগার ডেমরা ঢাকায় সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংক এর ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শবাগ মহল্লা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এলাহী বখস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মতিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা (বাবুল), ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শামসুদ্দিন ভূঁইয়া সেন্টু। এতে আরো উপস্থিত ছিলেন মধুবাগ মহল্লা উন্নয়ন কমিটির সভাপতি আশরাফুল আলম মুজিব, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, আদর্শবাগ মহল্লা উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাসেদ মোল্লা, রোকেয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহিন খান, শান্তিবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুস সালাম প্রধান, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক এর এভিপি মামুনুর রশিদ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশেপাশের ছয়টি মহল্লা উন্নয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন, “আমরা ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনাদের কাছে এসেছি, মানুষের আস্থার সঠিক মূল্যায়ন করে আমরা সেবা দিতে সব সময় প্রস্তুত”।
ব্যাংকিং সেবা সর্বসাধারনের দোর গোড়ায় পৌছে দিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক অন্তর্ভুক্তিমুলক কর্মসুচীর আওতায় ১২ নং আদর্শবাগ (এলাহী বখস সাহেবের বাড়ী-২য় তলা) প্রতিষ্টানটি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করছে।এখান থেকে স্থানীয় বাসিন্দারা ব্যাংকের সব ধরনের সুযোগ সুবিধা গ্রহন করতে পারবেন। জেনারেল ব্যাংকিং এর পাশাপাশি প্রতিষ্ঠানটি ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশব্যাপী তাদের ১০৬ টি শাখা উপ শাখা রয়েছে। এজেন্ট ব্যাংকিং আউটলেট হিসেবে এটি তাদের ১৫ তম শাখা। আউটলেটি পরিচালনায় রয়েছেন আলামিন ট্রেড লিংক এর ব্যবস্থাপনা পরিচালক আল আমিন রাসেল।
—-প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
এভারকেয়ার হসপিটাল ঢাকা’র বিশ্ব হার্ট দিবস ২০২৪ উদযাপন
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ্যাত্ব বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ সর্বজনীন দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত