অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে দুই শিশুসহ প্লেনটিতে থাকা চার আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ৬৯ বছর বয়সী পাইলট তিন যাত্রীকে আনন্দ ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য প্লেন নিয়ে বের হয়েছিলেন। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই ব্রিসবেনের উত্তর-পূর্বে একটি জলাভূমি এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের। ছবিতে দেখা গেছে, রকওয়েল ইন্টারন্যাশনাল এয়ারক্রাফ্টটি মোরটন উপসাগরে উল্টে রয়েছে। পুলিশ এখনও পুরুষ যাত্রী এবং শিশুদের শনাক্ত করার জন্য কাজ করছে। তাদের পরিদর্শক ক্রেইগ হোয়াইট বলছেন, কিশোরদের চেয়েও কম বয়সী দুটি শিশু ছিল প্লেনটিতে। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। বড়দিনের আগে এমন দুর্ঘটনা যেকোনো পরিবারের জন্য মেনে নেওয়া কষ্টকর। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কমিশনার অ্যাঙ্গাস মিচেল বলেছেন, দুর্ঘটনাটির সম্ভাব্য কারণ সম্পর্কে একটি প্রতিবেদন দিতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু