October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 15th, 2023, 8:54 pm

আন্তঃব্যাংক ডলারের বিনিময় হার লাফিয়ে বেড়ে ১০৯ টাকায় পৌঁছেছে

বৈদেশিক মুদ্রার ঘাটতির মধ্যে ব্যাংকিং চ্যানেলে মার্কিন ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার এখন পর্যন্ত সর্বোচ্চ ১০৯ টাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক (বিবি) তথ্য প্রকাশ করেছে যে বুধবার আন্তঃব্যাংক লেনদেন হয়েছে ১০৯ টাকায়। এর আগে চলতি বছরের মে মাসে ডলারের লেনদেন হয় ১০৮ টাকা ৭০ পয়সা।

সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার ব্যাংকগুলো নিজেদের মধ্যে ডলার বিনিময় করেছে ১০৮ টাকা ৩০ পয়সা থেকে ১০৯ টাকা পর্যন্ত।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি মাসে প্রায় প্রতিটি কর্মদিবসেই আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার বেড়েছে। ১ জুন প্রতি ডলারের দাম ছিল ১০৮ টাকা।

এক বছর আগে আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিনিময় হার ছিল ৯২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এক বছরের তুলনায় দেশীয় মুদ্রার (টাকা) ১৪ টাকা ৮৬ শতাংশ বা ১৬ টাকা ২০ পয়সা অবমূল্যায়ন হয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমা, আমদানি ব্যয় প্রভাবিত এবং স্থানীয় বাজারে পণ্যের দাম আরও ধাক্কা দিয়েছে।

কিন্তু এর বিপরীতে রপ্তানি ও রেমিট্যান্স আয়ে তেমন গতি নেই।

—-ইউএনবি