September 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 21st, 2023, 9:29 pm

আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা

অনলাইন ডেস্ক :

৫১ তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ভারত দুটি এমি জিতেছে। এবছরের এমি অ্যাওয়ার্ডসে ২০টি দেশের ৫৬ জন প্রতিযোগী মনোনয়ন পেয়েছেন। সেরা অভিনেতা হয়েছেন মার্টিন ফ্রিম্যান। ‘দ্য রেসপন্ডার’ ড্রামার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

সেরা ড্রামা সিরিজ হয়েছে ‘দ্য এমপ্রেস।’ কমেডির জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছেন ভারতের বীর দাস। নেটফ্লিক্স-এ তাঁর জনপ্রিয় শো বীর দাস: ল্যান্ডিং-এর জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এছাড়াও ভারতীয় টেলিভিশনে অবদানের-এর জন্য আন্তর্জাতিক এমি ডিরেক্টর-এর অ্যাওয়ার্ড পান একতা কাপুর।

এক নজরে দেখে নিন আন্তর্জাতিক এমি পুরস্কার জয়ীদের তালিকা।

সেরা অভিনেত্রী: কারলা সুজা (ডাইভ)
সের অভিনেতা: মার্টিন ফ্রিম্যান (দ্য রেসপন্ডার)
সেরা কমেডি: বীর দাস (বীর দাস: ল্যান্ডিং)
সের টিভি মুভি/মিনি সিরিজ: ডাইভ
সেরা নন স্ক্রিপ্টেড এন্টারটেইনার: অ্যা পন্টে- দ্য ব্রিজ ব্রাসিল
সেরা শর্ট-ফর্ম সিরিজ: অ্যা ভেরি অর্ডিনারি ওয়ার্ল্ড
সেরা শিশুতোষ ফ্যাক্টচুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট: বিল্ট টু সারভাইভ
সেরা ডকুমেন্টারি: মারিউপোল: দ্য পিপলস স্টোরি
সেরা স্পোর্টস ডকুমেন্টারি: হার্লে অ্যান্ড কাটিয়া
সেরা আর্টস প্রোগ্রামিন: বাফি সেইন্টে-ম্যারি: ক্যারি ইট অন
সেরা তেলেনোভেলা: ফ্যামিলি সিক্রেটস
সেরা শিশুতোষ অ্যানিমেশন: দ্য স্মেডস অ্যান্ড দ্য স্মুস
সূত্র: হিন্দুস্তান টাইমস