November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 18th, 2021, 7:42 pm

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার বিরল রেকর্ড

অনলাইন ডেস্ক :

লর্ডস টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০০-র বেশি রান সংগ্রহ করার পর ক্রিকেটের ইতিহাসে অনন্য এক নজির গড়েছেন রোহিত শর্মা। একমাত্র ক্রিকেটার হিসেবে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে তিন ফরম্যাটেই তাদের ঘরের মাঠে ম্যাচ জেতাতে সেঞ্চুরি করেন ভারতীয় এ ওপেনার। খবর হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়, রোহিত ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত একটি করে টেস্ট, ওয়ান ডে ও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০-র বেশি রান করেছেন এবং ভারত সেই ম্যাচে জয় তুলে নিয়েছে।
রোহিত শর্মার নজির:-
১. সদ্য সমাপ্ত লর্ডস টেস্টের দুই ইনিংস মিলিয়ে রোহিত শর্মার সংগ্রহ (৮৩+২১) ১০৪ রান। ভারত ১৫১ রানে টেস্ট জিতে নেয়।
২. ২০১৮ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ১৩৭ রান করে অপরাজিত থাকেন রোহিত। ভারত ৮ উইকেটে ম্যাচ জেতে।
৩. ২০১৮ সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০ রান করে অপরাজিত থাকেন হিটম্যান। ভারত ৭ উইকেটে সেই ম্যাচে জয় তুলে নেয়। তিন ফরম্যাটে এমন বিরল কৃতিত্ব দেখানো ক্রিকেটার এখনও পর্যন্ত রোহিত শর্মা একাই। বিশ্বের আর কোনও ক্রিকেটারের এমন নজির নেই।