অনলাইন ডেস্ক :
ক্রিকেট বিশ্বে যতগুলো বর্ণিল চরিত্র রয়েছে, তার মধ্যে ডোয়াইন ব্রাভোর নাম উপরের দিকেই থাকবে। মাঠ কিংবা মাঠের বাইরে, সব জায়গায় তার বিচরণ যেন ক্রিকেটপ্রেমীদের বিনোদনের উৎস। সাংবাদিকদের সঙ্গেও তার মজাদার মুহূর্ত মাঝেমধ্যেই চোখে পড়ে। ক্রিকেট ছাড়াও গানেও রয়েছে তার খ্যাতি। এক ‘চ্যাম্পিয়ন’ গান গেয়েই সেই প্রতিভার জানান দেন। খেলে বেড়ান বিশ্বের প্রায় সব ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি লিগে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে আর দেখা যাবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে আসরটি থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হলো। দলটির আরও এক ম্যাচ বাকি রয়েছে। কিন্তু তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডোয়াইন ব্রাভো। এর আগেও একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। পরে শিরোপা পুনরুদ্ধারের আশায় কেবল টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন। এবার সেখান থেকেও আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন। অবসরের ঘোষণা দিয়ে ব্রাভো বলেন, ‘আমার অনেক ভালো একটা ক্যারিয়ার ছিল এবং মনে হয় শেষ সময়টা এসে গেছে। ওয়েস্ট ইন্ডিজকে ১৮ বছর প্রতিনিধিত্ব করেছি। এতে অনেক উত্থানপতন ছিল। তবুও এই অঞ্চল ও ক্যারিবীয় মানুষদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ।’ ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ৪০টি টেস্ট ম্যাচ খেলে ৩১.৪৩ গড়ে রান করেছেন ২২০০ এবং উইকেট নিয়েছেন ৮৬টি। ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলে ২৫.৩৭ গড়ে রান করেছেন ২৯৬৮ এবং উইকেট নিয়েছেন ১৯৯টি। আর ৯০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২২.২৩ গড়ে রান করেছেন ১২৪৫ এবং উইকেট নিয়েছেন ৭৮টি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা