April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 20th, 2022, 7:53 pm

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডামে ‘শবনম’ ও ‘পেট কাটা ষ’

অনলাইন ডেস্ক :

২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম’-এর ৫২তম আসর। প্রাচীন এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের ‘পেট কাটা ষ’ এবং ঋতু সাত্তারের ‘শবনম’। রটারডাম চলচ্চিত্র উৎসবের ওয়েব সাইটে জানানো হয়, ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের রটারডাম চলচ্চিত্র উৎসব। এই উৎসবে শর্ট কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে ঋতু সাত্তারের ‘শবনম’। গত সোমবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ‘শবনম’ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান ঋতু। এদিকে চরকিতে স্ট্রিমিং হওয়া নুহাশ হুমায়ূনের অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’ সিনেমা হিসেবে রটারডাম চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে। মঙ্গলবার দুপুরে এমন খবর জানিয়েছেন নির্মাতা নিজেই। নুহাশ জানিয়েছেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, ইউরোপের অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রটারডাম ফিল্ম ফেস্টিভালে নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল পেট কাটা ষ-অফিসিয়াল সিলেকশন পেয়েছে এবং আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। তিনি বলেন,‘আমাদের বাংলা ভূতের অসাধারণ নির্মাণশৈলীর গল্পগুলো এরইমধ্যে অগণিত আন্তর্জাতিক দর্শকদের মন ছুঁয়েছে। প্রথমবারের মতো কোনো বাংলা ওটিটি প্লাটফর্মের জন্যও রটারডাম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশন একটি ইতিহাস সৃষ্টি করলো। এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি সন্মানজনক অধ্যায়।’