November 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 7:52 pm

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কুয়েতের প্রথম জয়

অনলাইন ডেস্ক :

শিরোনাম দেখে অবাক হওয়াই স্বাভাবিক। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে, সেটাই বা কয়জনে জানে! সেই কুয়েত এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম জয় তুলে নিল। সেটাও আবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, যারা অনেক দিন ধরেই ক্রিকেট সার্কিটে বেশ পরিচিত একট দল। এশিয়া কাপের বাছাই পর্বে টানটান উত্তেজনাকর ম্যাচে আরব আমিরাতকে ১ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে কুয়েত। আল আমিরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে আরব আমিরাত ১৭৩ রানের বিশাল স্কোর গড়েছিল। সবাই ভেবেছিল, কুয়েত এই রান পাহাড়ে চাপা পড়বে। কিন্তু বাস্তবে হলো ভিন্ন কিছু। আট নম্বরে নেমে কুয়েতের এডসন সিলভার ১৫ বলে ২৫ রানের ইনিংসের সুবাদে ১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় কুয়েত। এর আগে আরব আমিরাতের হয়ে ৬১ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চিরাগ সুরি। তার ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ২টি ছক্কায়। এ ছাড়া মোহাম্মদ ওয়াসিম ২৩ বলে ৩৫ আর অরবিন্দ করেন ৩৩ রান। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৩ রানের ওপেনিং জুটি উপহার দেন কুয়েতের দুই ওপেনার রাবিজা সান্দারুয়ান (৩৪) আর মিত ভাবসার (২৭)। এ ছাড়া উসমান প্যাটেল ১৪ বলে ২১ আর এডসন সিলভা ১৪ বলে ২৫ রান করে দলের জয়ে অবদান রাখেন।