April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 12th, 2022, 8:48 pm

আন্তর্জাতিক বাজার থেকে কম দামে সার কিনছে বাংলাদেশ

প্রতীকী ছবি

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় স্বল্পমূল্যে সার আমদানিতে পৃথক তিনটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির(সিসিজিপি) বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের সহযোগী সংস্থা বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ২০৪ দশমিক ৭২ কোটি টাকায় ৩০ হাজার মেট্রিক টন (এমটি) বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে।

প্রতি মেট্রিক টনের বিপরীতে খরচ হবে ৬৩২ ডলার, যা পণ্যটির আগের প্রতিটনের ক্রয়মূল্য ৬৭৮ ডলার থেকে প্রায় ৪৬ ডলার কম।

একইভাবে, বিসিআইসি কাতারের মুনতাজাত থেকে প্রায় ২০৪ দশমিক ৭২ কোটি টাকায় আরও ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া আমদানি করবে, যার প্রতি মেট্রিক টনের মূল্য ৬৩২ ডলার, আগের ক্রয়মূল্য থেকে ৪৬ ডলার কম।

এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ৩০৯ দশমিক ৭৭ কোটি টাকা ব্যয়ে সৌদি আরবের মা’আদেন থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করবে।

এতে প্রতি মেট্রিক টন সারের মূল্য পড়বে ৭২৬ দশমিক ৫০ডলার। যা আগের প্রতিটনের ক্রয়মূল্য ৮৬৬ ডলার থেকে ১৩৯ দশমিক পাঁচ ডলার কম।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রতি মেট্রিক টন ইউরিয়া এবং এমওপি সারের মূল্য ৯০০ ডলার ছাড়িয়ে গেছে।

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় কলিঙ্গা নদীর ওপর ১০৫ কোটি টাকা ব্যয়ে স্থানীয় প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ৬১৪ মিটার পিএসসি গার্ডার সেতুর সিভিল নির্মাণকাজ সম্পাদনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একটি প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

—-ইউএনবি