নিজস্ব প্রতিবেদক:
সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও জয় পেয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাদেরকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাইগার যুবারা। আইচ মোল্লা’র দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। আইচ মোল্লা করেন ১৩০ বলে ১০৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ধীরগতিতে ব্যাটিং শুরু করেন আফগান দুই ওপেনার সাবাউন বানুরি ও সুলিমান সুফি। দলীয় ৩৬ রানের মাথায় তাদের জুটিতে প্রথম আঘাত হানেন আরিফুল ইসলাম। এরপর সুলিমান সুফিকেও বিদায় করে দেন তিনি। আফগানদের মিডল অর্ডারে কেউ দাঁড়াতে পারেননি। তাদের চার ব্যাটসম্যানকে নিজের শিকারে পরিণত করেন নাইমুর রহমান নয়ন। পরবর্তী তিনটি উইকেট শিকার করেন রিপন মন্ডল। শেষ উইকেটটি নিয়ে আফগানদের অলআউট ও সিরিজ জয় নিশ্চিত করেন নয়ন। একই সঙ্গে তার পাঁচ উইকেটের কোটাও পূর্ণ হলো। ৩৯.৪ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে বাংলাদেশ জয় পায় ১২১ রানের বিশাল ব্যবধানে। পাঁচ ম্যাচ সিরিজও ৩-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান