April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 19th, 2021, 7:31 pm

আফগানিস্তানের সরকার গঠনে তোড়জোড় তালেবানের

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে সরকার গঠনে চলছে তোড়জোড়। কে হবেন প্রধান তা নিয়েও হিসাব কষা হচ্ছে। এরইমধ্যে কাতার থেকে ফিরতে শুরু করেছেন তালেবানের নির্বাসিত শীর্ষ নেতারা। বুধবারও দেশটির জালালাবাদ শহরে তালেবানবিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় তালেবানদের গুলিতে নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আফগানিস্তান তালেবান নিয়ন্ত্রণে নিয়েছে তিনদিন। তবে এখনও বিচ্ছিন্নভাবে তালেবানের সঙ্গে আফগানদের সংঘর্ষ চলছে। বুধবারও পাকিস্তান সীমান্তবর্তী নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদে স্থানীয়দের সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়। স্থানীয়রা শহরের একটি ভবনে জাতীয় পতাকা টানাতে গেলে তাদের ওপর গুলি চালায় তালেবান বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। এদিকে, সরকার গঠনে তোড়জোর শুরু করেছে তালেবান। সম্ভাব্য প্রধান হিসেবে বেশি আলোচনা হচ্ছে সংগঠন প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদার নাম। ১০ বছর নির্বাসনে থাকার পর কাতার থেকে কাবুলে ফিরেছেন তালেবানের ডেপুটি ও সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার। তার সাথে আফগানিস্তানে এসেছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। দু’দশক আগে মার্কিন অভিযানে দেশ ছেড়েছিলেন বেশিরভাগ তালেবান নেতা। অন্যদিকে এক টুইট বার্তায় নিজেকে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তালেবানের হাতে আফগানিস্তানের পতনের পর থেকে নিজ দেশে তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে মাত্র সাত মাসের মেয়াদে তালেবান ইস্যুতে তার জনপ্রিয়তা নেমে এসেছে সর্বনিম্নে। আর আফগান যুদ্ধকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ভুল বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডন্টে। তালেবান আফগানিস্তানে শান্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেও এখনো ভয়ে দেশ ছাড়ছে অসংখ্য নাগরিক। বুধবারও কাবুল বিমানবন্দরে অপেক্ষারত আফগানদের দেখা গেছে। দেশটি থেকে শরণার্থী নেয়ার ঘোষণা দিয়েছে, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ। আর আফগান হিন্দু ও শিখদের আশ্রয়ের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।