অনলাইন ডেস্ক :
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বাইডেন।
তিনি বলেন, আফগানিস্তানকে দেয়া প্রতিশ্রুতি রেখেছে যুক্তরাষ্ট্র। আফগান বাহিনীকে সামরিক সহায়তা দিয়েছে। বেতন, খাবার ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ২০ বছরে আফগানিস্তানে এক লাক তবে এ লড়াই আফগানদের। তালেবানকে প্রতিরোধে আফগান নেতাদের একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন বাইডেন।
সবশেষ মঙ্গলবার দেশটির আরও দুটি প্রাদেশিক রাজধানী ফারাহ এবং পুল-এ-খুমরি’র নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। এনিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ৮টির পতন হলো।
এদিকে, গেল জুলাই মাসে আফগান বাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া সাম্প্রতিক লড়াইয়ের কারণে বাস্তচ্যুত হয়েছে দেশটির ৭০ হাজার মানুষ।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২