আফগানিস্তানের স্পিন বোল্ডাক গেটের কাছে একটি মর্টার বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এ সময় আরও ২০ জন নিখোঁজ হয়।
স্থানীয় টোলো নিউজ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।
স্পিন বোল্ডাক আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের একটি সীমান্ত শহর এবং পাকিস্তানের সীমান্তের ঠিক পাশেই অবস্থিত।
টোলোনিউজ এক টুইটে জানিয়েছে, ‘স্পিন বোল্ডাক গেটের কাছে একটি মর্টার বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে।’
সূত্র অনুসারে, ওই অঞ্চলে ইসলামিক এমিরেট ও পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে এখনও সংঘর্ষ চলছে।
আরেক টুইটে টোলোনিউজ আরও জানিয়েছে, ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে আহতদেরকে ডুরান্ড লাইনের ওপারে চমন ক্রসিংয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আফগান-পাকিস্তান সীমান্তে আফগান তালেবান এবং পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের খবরের মধ্যে এই ঘটনাটি ঘটেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২