অনলাইন ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শেষ দিকে যুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মূল স্কোয়াডে থাকা মোসাদ্দেকই কেবল ছিলেন সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে। বিকেএসপিতে বৃষ্টি বাগড়ায় দুই দিনের যে ম্যাচে মাঠে বল গড়ায় কেবল ১৮.২ ওভার। আগে ব্যাট করা শ্রীলঙ্কা যেখানে ১ উইকেটে ৫০ রান তোলে। বোলিং বা ব্যাটিং কোনটাই করা লাগেনি মোসাদ্দেকের। এটাকে দুর্ভাগ্যজনক বলছেন তিনি। বিকেএসপিতে গণমাধ্যমকে মোসাদ্দেক বলেন, ‘অবশ্যই, এটা দুর্ভাগ্যজনক। বৃষ্টির ওপর আসলে কারও কোনো হাত নেই। খেলতে পারলে অবশ্যই খুব ভালো হতো, লাল বলে একটা অনুশীলনও হতো। সেক্ষেত্রে অকশ্যই একটু আনলাকি বলবো।’ শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ মে থেকে শুরু হতে যাওয়া ১ম টেস্টের দল থেকে ছিটকে গেছেন কোভিড টেস্টে পজিটিভ হওয়া সাকিব আল হাসান। তাই মোসাদ্দেকের খেলার সম্ভাবনা বেড়েছে। দলে কিভাবে অবদান রাখবেন সেই পরিকল্পনা সেরে রেখেছেন তিনি। মোসাদ্দেক বলেন, ‘যখন জানতে পেরেছি যে আমি স্কোয়াডে আছি তখন থেকেই টুকটাক একটু শুনছিলাম যে হয়তো একটা খেলার সম্ভাবনা আছে। তো ওই সময় থেকেই একটা পরিকল্পনা তো নিজের মধ্যে কাজ করছিল যে কিভাবে খেলবো বা আমার কি কি রোল আসতে পারে বা আমি কিভাবে দলে অবদান রাখবো। অবশ্যই সেটার একটা পরিকল্পনা আছে।’ যেখানেই খেলেছেন সেখানেই ভালো করেছেন, এমনটাই দাবি মোসাদ্দেকের। এবার পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে জায়গা ধরে রাখাতে চোখ তার। মোসাদ্দেকের ভাষ্য, ‘আমি শুরু থেকে যদি শুরু করি অবশ্যই আমি যখন শুরু করছি টেস্ট ক্রিকেট ওই সময় থেকে ভালো, এখন পর্যন্ত যেখানেই খেলছি সেখানেই ভালো খেলার চেষ্টা করছি। দুর্ভাগ্যজনকভাবে টিম কম্বিনেশনের কারণ হয়তো আমার জায়গা হয়নি। আবার সুযোগ আসছে, আমি চেষ্টা করবো এটা যেন ধরে রাখতে পারি।’ ‘অবশ্যই, টিম ম্যানেজমেন্ট এভাবেই হয়তো চিন্তা করছেন এবং আমার যদি দায়িত্বটা আসে অবশ্যই আমি সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
ক্যারিয়ার যেমন হবার কথা ছিল তেমনটা হয়নি। আফসোসের জায়গা আছে অনেক। তবে সেসবকে পাশ কাটিয়ে সুযোগ লুফে নিতেই মরিয়া মোসাদ্দেক। ‘মাঝে মাঝে আফসোস তো অবশ্যই হয় কিন্তু যেটা আমার হাতে নেই সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আফসোস অবশ্যই থাকবে কিন্তু এখন যেহেতু একটা নতুন সুযোগ আসছে আমি অবশ্যই চাইবো এটা আমি খুব ভালোভাবে নিতে পারি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা