অনলাইন ডেস্ক :
মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ- তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি, যিনি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি হত্যাকান্ডের প্রতিবাদে নুরুল আমিন সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। ভাষা আন্দোলনে বাঙালি চেতনার মহানায়ক বলা হয় তাকে। তাকেই এবার টিভি নাটকে দেখা যাবে। আর সেই ভূমিকায় অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আবুল হায়াত। একুশে ফেব্রুয়ারির জন্য ‘গহীনের মানুষ’ নামের নতুন নাটকটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। ইতোমধ্যেই শেষ হয়েছে এর শুটিং। এটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। নাটকটি নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘আবদুর রশীদ তর্কবাগীশকে নিয়ে কাজ করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সামনে পড়েছি। তাঁর তেমন কোনও স্মৃতিচিহ্ন নেই। ওনার চরিত্রটি ফুটিয়ে তুলতে তাই বেশ চ্যালেঞ্জ নিতে হয়েছে। আবুল হায়াত স্ক্রিপ্টটা পড়ে নাটকটির লেখক মনি হায়দারকে ফোন দিয়ে জানিয়েছেন, গল্পটা তার খুবই মনে ধরেছে। এমন কাজই তিনি করতে চান। আমার মনে হলো, এমন গুণী শিল্পীই পারবেন চরিত্রটি ফুটিয়ে তুলতে।’ ‘গহীনের মানুষ’ নাটকটি একুশে ফেব্রুয়ারি এনটিভিতে প্রচার হবে। আবুল হায়াত ছাড়াও এতে অভিনয় করেছেন নাঈম, অর্ষা ও সাদ্দাম হোসেন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ