April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 13th, 2022, 8:16 pm

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে হামলা: বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু স্মৃতি ভাস্কর্যের কাছে মানববন্ধন করেছে স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চার (এসএটি) সদস্যরা।

এসএটি সদস্যরা ‘সাধারণ ছাত্রদের’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে। যেখানে অন্তত ২০ জন শিক্ষার্থী যোগ দেয়।

এসএটি’র আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘আমরা হামলার বিচার ও ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীর মুক্তি দাবি করছি, যাদের কোনো অন্যায় করা ছাড়াই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের একচোখা আচরণ আবারও প্রকাশ পেয়েছে, কারণ বাংলাদেশ ছাত্রলীগ কর্মীদের হামলায় অন্য দলের সদস্যরা গুরুতর আহত হয়।’

ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মুক্তির দাবিতে এসএটি’র সদস্য ও রাষ্ট্রবিজ্ঞানের ৪র্থ বর্ষের ছাত্র নুসরাত তাবাসসুম বলেন, ‘কারাগারে থাকায় পরীক্ষা দিতে পারেননি ছাত্র অধিকার পরিষদের তিন কর্মী।’

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবির উর্দু বিভাগের ছাত্র ও এসএটি’র সদস্য আহনাফ সাঈদ খান বলেন, ‘আবরার এমন একজন যিনি দেশকে ভালোবাসতেন এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠানে হামলার অর্থ সরাসরি দেশের প্রতি অসম্মান।’

৭ অক্টোবর নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মরণে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কর্মীরা।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের নেতাকর্মীরা আহত ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর আরেকবার হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তবে ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

হামলায় আহত ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

ছাত্র অধিকার পরিষদের ২৪ কর্মীকে পরবর্তীতে আদালতে হাজির করা হলে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

—-ইউএনবি