April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 24th, 2023, 8:29 pm

আবারও অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্মিথ

অনলাইন ডেস্ক :

বল টেম্পারিং কেলেঙ্কারির আগে স্টিভেন স্মিথের নেতৃত্বে দারুণ সাফল্য পেয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট। কিন্তু স্মিথ-ওয়ার্নাদের সেই কেলেঙ্কারি অনেক কিছুই বদলে দেয়। নিষিদ্ধ হওয়ার পাশাপাশি নেতৃত্বও হারান স্মিথ। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক এখন প্যাট কামিন্স। তার নেতৃত্বেই ভারত সফরে এসেছে অজিরা। কিন্তু মায়ের অসুস্থতার কারণে বাড়ি ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। গত বুধবার তার ফেরার কথা থাকলেও মা সুস্থ না হওয়ায় ফিরতে পারছেন না। আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে কামিন্সের ভারতে ফেরার সম্ভাবনা খুবই কম। তাই তার বদলে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। শুক্রবার এক বিবৃতিতে কামিন্স বলেন, ‘আমার মা প্যালিয়েটিভ কেয়ারে আছে। মায়ের অসুস্থতার কারণেই আমার পক্ষে এখন ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এখন পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের থেকে যে সাহায্য আমি পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ। আমার অবস্থা উপলব্ধির জন্য ধন্যবাদ।’ উল্লেখ্য, নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরার কিছুদিন পর স্মিথকে অজি টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়। তাই ইন্দোর টেস্টে কামিন্সের বদলে তিনিই নেতৃত্ব দেবেন। এর আগেও দুই বার কামিন্স না থাকায় অস্ট্রলিয়াকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। এবার কামিন্স না থাকায় অধিনায়কের পাশাপাশি একজন সেরা পেসার হারাল অস্ট্রেলিয়া। তবে সুখবর হলো, চোট কাটিয়ে দলে ফিরছেন মিচেল স্টার্ক আর ক্যামেরন গ্রিন। প্রথম দুই টেস্ট হেরে এমনিতেই অজিদের অবস্থা নাজুক। এখন দেখার স্টিভ স্মিথ তার দুর্দান্ত নেতৃত্ব দিয়ে দলের ভাগ্য ফেরাতে পারেন কিনা।