অনলাইন ডেস্ক :
কিলিয়ান এমবাপ্পের দল বদলের গুঞ্জন নতুন নয়। আর সেই গুঞ্জনে একটি ক্লাবের নামই উঠে আসে বার বার-রিয়াল মাদ্রিদ। পিএসজিতে বর্তমান চুক্তির মেওয়াদও ফুরিয়ে আসায় তা ডালপালা মেলা স্বাভাবিক। এই যেমন বলা হচ্ছে প্যারিস সেন্ত জার্মেইতেই (পিএসজি) নাকি দুই বছরের চুক্তি নবায়ন করেছেন ফরাসি সুপার স্টার! অথচ কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ যেমনটা ইঙ্গিত দিয়েছেন। তাতে চুক্তি নবায়নের খবরটিতে সন্দেহ হওয়া স্বাভাবিক। এমবাপ্পের মা ফাইজা লামারিও দাবি করলেন, চুক্তি নবায়নের কথাটি পুরোপুরি মিথ্যা। এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন। তার পর তিনি ফ্রি এজেন্ট। কিন্তু ফরাসি জায়ান্টরা এই তারকাকে রেখে দিতে চেষ্টারও কম রাখছেন না। গোলডটকম জানাচ্ছে, চুক্তি নবায়নে পিএসজি এগিয়ে গেছে ঠিকই। কিন্তু কোনও ধরনের সমঝোতায় পৌঁছানো যায়নি। তার পরেও গুঞ্জন দ্রুত রটে যাওয়ায় এমবাপ্পের মা ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লা পেরিসিয়ানকে বলেছেন, ‘চুক্তি নবায়নের কথা পুরোপুরি মিথ্যা।’ শুধু চুক্তির বিষয়টিই নয়, তিনি ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন লেকিপকে। সেখানে বলেছেন, তার ছেলে চলে যেতে মনস্থির। এখন মৌসুম শেষে চূড়ান্ত সিদ্ধান্তটা জানানোর অপেক্ষায় এমবাপ্পে। যার জন্যে অধীর আগ্রহ ফুটবল বিশ্বের। তার আগে পিএসজিতে আরও তিন ম্যাচ খেলা বাকি। ২৩ বছর বয়সী গত গ্রীষ্মেই মাদ্রিদের ক্লাবটিতে দলবদলের একটা চেষ্টা করেছিলেন। যেহেতু এমবাপ্পের পেছনে পিএসজির বিপুল বিনিয়োগ। তার ফলে এই দল-বদলে মোটা অঙ্কের টাকাই ঢালতে হতো রিয়াল মাদ্রিদকে। কিন্তু তখন বৃথা গেছে সেই চেষ্টা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা