November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 28th, 2021, 12:48 pm

আবারও কক্সবাজারের সৈকতে বিশাল মৃত তিমি

কক্সবাজারের শামলাপুর সমুদ্র সৈকতে বিশাল আকারের তিমির মৃতদেহ ভেসে এসেছে। এটি জোয়ারের পানিতে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়ে। শুক্রবার সন্ধ্যার পরে তিমির মৃতদেহটি জেলেদের চোখে পড়ে।

এব্যাপারে শামলাপুর নৌকা মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন বলেন, ‘জেলেরা মৃত তিমিটা দেখার পর আমাকে অবগত করে। ধারণা করা হচ্ছে সপ্তাহ দুয়েক আগে তিমিটি মারা গিয়ে জোয়ারের সময় মৃতদেহ বালিয়াড়িতে ভেসে এসেছে। মৎস্য কর্মকর্তারা আসলে তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানা যাবে।’

সেভ দ্য নেচার অব বাংলাদেশের টেকনাফ উপজেলা সভাপতি জালাল উদ্দিন চৌধুরী বলেন, ‘শুক্রবার বিকালের দিকে মৃত তিমির দেহ সৈকতের বালিয়াড়িতে ভেসে আসে। কিন্তু যে জায়গায় ভেসে উঠেছে সেখানে মানুষের সমাগম কম বলে প্রথমে কারো নজরে আসেনি। অবশেষে সন্ধ্যার পরপরই জেলেরা নৌকার ঘাটে এলে তিমির মৃতদেহ দেখতে পায়।’

তিনি বলেন, প্রাথমিকভাবে মেপে দেখা হয়েছে এই মৃত তিমিটি লম্বায় ২৩ ফুট ও চওড়া ৫ ফুট। মাছটির শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পচে পানিতে ভেসে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পরপর ই উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের অবগত করেছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

উল্লেখ্য, এ বছরের ৯ এবং ১০ এপ্রিল দু’টি মৃত তিমি ভেসে আসে কক্সবাজার সৈকতে।

—ইউএনবি