November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 19th, 2022, 7:34 pm

আবারও কাশ্মীরে চালু হলো সিনেমা হল

অনলাইন ডেস্ক :

পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ কাশ্মীর। প্রকৃতি যেন তার সব রঙ-রূপ ঢেলে দিয়েছে এই ভূখন্ডে। কিন্তু অঞ্চলটি নিয়ে যুগ যুগ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে লড়াই। যার কারণে কাক্সিক্ষত শান্তির দেখা পায় না কাশ্মীরের মানুষ। বিনোদন থেকে বরাবরই বঞ্চিত কাশ্মীরি জনতা। বিশেষ করে প্রেক্ষাগৃহে বসে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ হয় না তাদের। গত তিন দশক ধরেই এই বঞ্চনা মেনে চলেছেন তারা। এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটলো। কাশ্মীরে ফের চালু হলো সিনেমা হল। গত রোববার নতুন করে দুটি মাল্টিপ্লেক্স উদ্বোধন করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। উদ্বোধনী শো হিসেবে দর্শকনন্দিত সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’ প্রদর্শন করা হয়। তবে বাণিজ্যিক প্রদর্শনী শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। প্রথম সিনেমা হিসেবে দেখানো হবে সুপারস্টার আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’।ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেলো, আশির দশকের শেষ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে প্রায় এক ডজন সিনেমা হল ছিলো। কিন্তু নব্বই দশকের শুরুর দিকেই একে একে বন্ধ হয়ে যায় হলগুলো। শোনা যায়, বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর হুমকিতে হল বন্ধ করে দেন মালিকরা। নব্বই দশকের একেবারে শেষ দিকে পুনরায় সিনেমা হল চালুর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তখন ফের বোমা হামলা করে সব ভেস্তে দেয় সন্ত্রাসবাদীরা। তবে কাশ্মীরে সিনেমাহীন যুগের সমাপ্তি ঘটেছে। চালু হওয়া নতুন দুটি মাল্টিপ্লেক্স রয়েছে পুলওয়ামা ও সোপিয়ানে। ধাপে ধাপে রাজ্যের ডোডা, রাজৌরি, পুঞ্চ, কিশতওয়ার, অনন্তনাগ, রাজৌরি, শ্রীনগরের মতো এলাকায়ও সিনেমা হল চালু হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস