অনলাইন ডেস্ক :
সাম্প্রতিক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের “মৎস্য কন্যা” এর চিত্রধারণের মাধ্যমে ক্যামেরার সামনে আবার উপস্থিত হলেন প্রথম প্যাকেজ যুগের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। মৎস্য কন্যা মুলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প। গল্পটি নিয়ে অভিনেত্রী রিচি সোলায়মান বলেন, নাটকে ফিরলাম, এক অসাধারণ গল্পে কাজ করলাম। মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, আসলে এধরণের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর। পরিবেশের উপর নানা অত্যাচারে জীব ও বৈচিত্র্যে নানান পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী হতে হয় নারীদের এমন গল্প নিয়েই নির্মাণ করেছি এই গল্পটি। রিচি ছাড়াও শাহরিয়ার শাকিলের প্রযোজনায় অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। পান্ডুলিপি তৈরি আবদুল্লাহ মাহফুজ অভি এ ছাড়া চিত্রগ্রহণ হোসাইন আরমান। খুব শিগগির দর্শক এই ফিকশনটি দেখতে পাবেন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ