November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 6th, 2022, 8:07 pm

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উ.কোরিয়া, সহ্য করবে না জাপান

অনলাইন ডেস্ক :

গত ১২ দিনে সপ্তম স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠেক এবং মার্কিন জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার মধ্যেই বৃহস্পতিবার (৬ অক্টোবর) নতুন করে দুটি ক্ষেপণাস্ত্র জাপান সাগারের দিকে ছুড়ে পিয়ংইয়ং। জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও চলতি বছরে এ নিয়ে ৪০ বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। পিয়ংইয়ং আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিষয়টি জানিয়েছে দ. কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এবং জাপান সরকার। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, ‘গত মাস থেকে অল্প সময়ের ব্যবধানে তারা ষষ্ঠবারের মতো উৎক্ষেপণ করলো। এটা কোনভাবেই সহ্য করা যায় না ’। উ. কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া কোনো পূর্ব-সতর্কতা বা পরামর্শ ছাড়া অন্য দেশের দিকে বা তার ভূখ-ের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। তারপরও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশটি। বৃহস্পতিবারের (৬ অক্টোবর) উৎক্ষেপণ নিয়ে বরাবরের মতো নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র, এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পুরোপুরি লঙ্ঘন এবং আঞ্চলিক প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি অভিহিত করেছেন। তবে উ. কোরিয়ার সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলেও জানিয়েছেন মুখপাত্র। সূত্র: রয়টার্স