September 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 16th, 2021, 12:26 pm

আবারও তাপপ্রবাহের পূর্বাভাস যুক্তরাষ্ট্র ও কানাডায়

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও কানাডার অন্তত ১১ টি অঙ্গরাজ্যে সক্রিয় সত্তরটির বেশি দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এরই মধ্যে শনিবার থেকে দেশগুলোতে নতুন করে শুরু হতে যাচ্ছে তাপপ্রবাহ। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

গেল পাঁচ সপ্তাহে দেশগুলোতে এটি চতুর্থ তাপপ্রবাহের ঘটনা। এর ফলে অঞ্চলগুলোতে নতুন করে তীব্র খড়া ও দাবানল ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আসছে সপ্তাহে তাপমাত্রা আগের সব রেকর্ড ভাঙতে পারে।

নয় দিন ধরে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে দাবানলে পুড়ে গেছে নিউ ইয়র্কের আয়তনের চেয়ে বিশালাকার এলাকা। তবে এখনো তা কমে আসার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। পুড়ে যাওয়ার শঙ্কায় রয়েছে অঞ্চলটির অন্তত ২ হাজারের বেশি বাড়িঘর। এদিকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফিনল্যান্ড ও রাশিয়াও।