অনলাইন ডেস্ক :
এই বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। সেই সফরেই এক যুগ পর ত্রিনিদাদে আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইংল্যান্ড। সফরে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এর মধ্যে দু’টি টি-টোয়েন্টি ত্রিনিদাদে খেলবে ইংল্যান্ড। ২০০৯ সালে সর্বশেষ ত্রিনিদাদে খেলেছিলো ইংল্যান্ড। বুধবার (৩রা মে) ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সিডব্লিউআই-এর প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, ‘ইংল্যান্ড ম্যাচের সময়সূচি নিশ্চিত করতে পেরে এবং ক্রিসমাসের আগে সাদা বলের জন্য এই অঞ্চলে আবারও তাদের ভক্তদের স্বাগত জানানো সুযোগ তৈরি করে আমরা আনন্দিত।’
৩ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে অ্যান্টিগা, বার্বাডোজ, গ্রেনাডা ও ত্রিনিদাদের চারটি ভেন্যুতে সিরিজের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যক ভেন্যুতে দু’টি করে ম্যাচ থাকছে। অ্যান্টিগায় ৩ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে খেলবে দু’দল। বার্বাডোজে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। বার্বাডোজেই ১২ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গ্রেনাডায় পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে ১৪ ও ১৬ ডিসেম্বর।
১৯ ও ২১ ডিসেম্বর ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমিতে হবে সিরিজের শেষ দু’টি টি-টোয়েন্টি। ত্রিনিদাদের এই স্টেডিয়ামে প্রথমবারের মত খেলতে নামবে ইংল্যান্ড। এর আগে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ২৮টি ম্যাচ খেলেছে ইংলিশরা। সর্বশেষ ২০০৯ সালের মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা